নয়া দিগন্ত অনলাইন
১১ আগস্ট ২০১৭,শুক্রবার, ১৩:৫১
মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক জিতেছেন মার্কিন অ্যাথলেট করি কার্টার। লন্ডনে চলমান আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশীপে বৃহস্পতিবার অখ্যাত এই অ্যাথলেট অঘটনের জন্ম দিয়ে স্বদেশী ফেভারিট অলিম্পিক চ্যাম্পিয়ন দালিলা মুহাম্মদকে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন।
চ্যাম্পিয়ন হওয়ার পথে কার্টার সময় নেন ৫৩.০৭ সেকেন্ড। ৫৩.৫০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক নিয়েই সন্তুস্ট থাকতে হয় অলিম্পিক চ্যাম্পিয়ন মুহাম্মাদকে।
প্রতিযোগিতা শেষে ২৫ বছর বয়সি কার্টার বলেন, ‘আমি শুধু নিজের মত করেই দৌঁড়ে গেছি। এখন আমি বিশ্বের সেরা। বছরের পর বছর ধরে আমি এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম।’
প্রতিযোগিতায় ৫৩.৭৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন জ্যামাইকার রিস্তানানা ট্রেসি। বর্তমান চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের অ্যাথলেট জুযানা হেজনোভা চতুর্থস্থান লাভ করেছেন। এর আগে টানা দুইবার চ্যাম্পিয়ন খেতাব লাভ করেছিলেন হেজনোভা।