নয়া দিগন্ত অনলাইন
১৬ মে ২০১৮,বুধবার, ০৯:৫৮
ইসরাইলের হত্যাকাণ্ডের নিন্দায় বাংলাদেশ, ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন
জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরাইলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে ইসরাইলি কর্তৃপক্ষের শক্তিপ্রয়োগের কঠোর নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি ভুক্তভোগী ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতিও জানাচ্ছে।জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। জেরুসালেমের বিধিসম্মত মর্যাদার(লিগ্যাল স্ট্যাটাস) ব্যাপারে জাতিসঙ্ঘের সংশ্লিষ্ট রেজ্যুলেশন মেনে চলার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।
পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বার্থে দুই রাষ্ট্র সমাধান নীতির পক্ষেই বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ডে ডাকা ওআইসি বিশেষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ হাসিনাকে টেলিফোন করে আমন্ত্রণ জানান তিনি। এসময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়।
বিনালি ইলদিরিম শেখ হাসিনাকে বলেন, আগামী ১৮ মে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার ব্যাপারে একটি বিশেষ সম্মেলন আহ্বান করেছে ওআইসি। এতে যোগ দেয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। এই ব্যাপারে মুসলিম উম্মাহকে এক হতে হবে। ফিলিস্তিনের নাগরিকদের ওপর ইসরাইলের শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘন। এসময় জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন এবং ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানান।
‘মুসলিম বিশ্বের সঙ্কটগুলোর কারণ কুরআন থেকে মুসলমানদের দূরে সরে যাওয়া’
সিরিয়ার ইদলিবে সেনা ক্যাম্প করেছে তুরস্ক, সম্মতি রাশিয়া ও ইরানের
আড়াই কোটি টাকায় তৈরি মসজিদ কর্মীদের উপহার দিলেন খ্রিস্টান ব্যবসায়ী
যুদ্ধ যুদ্ধের জন্ম দেয়, সহিংসতা সহিংসতার জন্ম দেয় : পোপ ফ্রান্সিস
চীনের প্রাযুক্তিক উৎকর্ষতা, চিন্তিত ও ঈর্ষাকাতর যুক্তরাষ্ট্র!
গাজায় হামলার তদন্ত আটকে দিলো যুক্তরাষ্ট্র, অশান্তির পথে হাঁটছেন ট্রাম্প
ইসরাইলের হত্যাকাণ্ডের নিন্দায় বাংলাদেশ, ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন