সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
১৬ মে ২০১৮,বুধবার, ১৬:৫৮ | আপডেট: ১৬ মে ২০১৮,বুধবার, ১৭:০৪
নীলফামারীর সৈয়দপুর স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মো: শাকিল (১৮) নামে এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৫ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই রায় প্রদান করেন।
সূত্র মতে, সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকা তুলশিরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় বখাটে যুবক শাকিল প্রায় ওই প্রতিষ্ঠানের ছাত্রীদের উত্যক্ত করতো। মঙ্গলবার স্কুল ছুটির পর ছাত্রীরা মূল ফটক দিয়ে বের হওয়ার সময় বখাটে যুবক উত্যক্ত করলে ছাত্রীরা দলবদ্ধ হয়ে তাকে আটক করে স্কুলের ভিতরে টেনে হিচড়ে নিয়ে যায়। ক্ষিপ্ত হয়ে ছাএীরা বখাটে যুবককে জুতাপেটা করে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ শাকিলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতের বিচারক অভিযোগের সত্যতা পেয়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে।
শাকিল সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার গোলাম মোস্তফা ছেলে । সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ শাহাজাহান পাশা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত বখাটে যুবক কে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে ।