চট্টগ্রাম ব্যুরো
১৭ মে ২০১৮,বৃহস্পতিবার, ০০:০০
সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ এর বাংলা ও ইংরেজি মাধ্যমের ফাইনাল সম্প্রতি বিভাগের সম্মেলন কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। সহকারী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত ও প্রভাষক ওমর সাদাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনালে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক অমৃতা দাশ ও ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাফিন মোহাম্মদ জন। বিচারক ছিলেন সাধারণ শিা বিভাগের সহকারী অধ্যাপক মো: জমির উদ্দীন, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত ও প্রভাষক সায়মা আখতার, ফারিয়া শাররিন, এস এম সাজীবুর রহমান, ও ওমর সাদাব চৌধুরী। ফাইনালে বাংলা ও ইংরেজি মাধ্যমে সেরা বিতার্কিক নির্বাচিত হন মোহাম্মদ জমিরুল আলম ও মোহাম্মদ শেখ সোহরাব হোসেইন।
প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ বলেন, আমরা আমাদের শিার্থীদের রোবট বানাতে চাই না। ইট, সিমেন্টের পড়াশুনার পাশাপাশি আমরা তাদের যোগ্য মানুষ গড়ে তুলতে চাই। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে তাদের মেধা ও মননশীলতার অনুশীলনে পুরকৌশল বিভাগ বদ্ধ পরিকর।
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ ও হেফাজতে রাখা ঈমানী দায়িত্ব : বায়তুশ শরফের পীর
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের বিােভ সমাবেশ
সাদার্ন ভার্সিটির পুরকৌশল বিভাগের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কর্ণফুলীর দূষণ রোধ করা না গেলে জীববৈচিত্র্য রা করা কঠিন হবে