নয়া দিগন্ত অনলাইন
১৭ মে ২০১৮,বৃহস্পতিবার, ১১:১৪
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ফেন্সিডিল ও কাভার্ডভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো: সেলিম মিয়া (২৪)।
এ সময় তার নিকট হতে ৭৬০ বোতল ফেন্সিডিল ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত সেলিম চোরাইপথে ভারত থেকে এসব ফেন্সিডিল ক্রয় করে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় তৈরি করা বক্সের মধ্যে করে ঢাকায় নিয়ে আসছিল। উদ্দেশ্য ছিল এসব ফেনসিডিল ঢাকা শহরের বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ