মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
১৯ মে ২০১৮,শনিবার, ০০:০০
মিরসরাইয়ে আট দিন ধরে আব্দুল মালেক প্রকাশ সালমান (৩৭) নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আব্দুল জব্বার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে। এ বিষয়ে মালেকের বোন হাসিনা আক্তার মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আব্দুল মালেক গত ১২ মে ভোরে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুল মালেকের পরনে কালো সাদা রঙের শার্ট ও লুঙ্গি ছিল। গায়ের রঙ শ্যামলা। মুখমণ্ডল লম্বাটে। তিনি মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৮১৩-১৭৮২৩৮, ০১৮১৮-৮৬৩৯৬৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।