
লিবীয় সেনা চৌকিতে আত্মঘাতী হামলা : নিহতের সংখ্যা বেড়েছে
নয়া দিগন্ত অনলাইন
০৯ মে ২০১৮,বুধবার, ১২:২৬

লিবিয়ার পূর্বাঞ্চলীয় একটি সেনা চৌকিতে মঙ্গলবারের আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সামরিক সূত্র একথা জানিয়েছে।
সূত্রটি মঙ্গলবার রাতে সিনহুয়াকে জানায়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পূর্বে সির্তের কাছে এ হামলা চালানো হয়। এতে দুই সেনা সদস্য ও দুই বেসামরিক লোক নিহত ও অপর ছয়জন আহত হয়েছে।
সূত্রটি আরো জানায়, ‘সেখানে তিনটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আত্মঘাতী হামলাকারীরা গাড়িগুলোকে একেবারে সেনাবাহিনীর ওই চেকপয়েন্টের কাছে নিয়ে বিস্ফোরণ ঘটায়।’
সূত্রটি এ ঘটনায় দুই হামলাকারীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
ইসলামিক স্টেটে (আইএস) হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা অতীতেও এ ধরনের হামলার দায়িত্ব স্বীকার করেছে।