Naya Diganta

৮ তলার সমান উঁচু ঢেউ!

এএফপি

১৪ মে ২০১৮,সোমবার, ১২:৪৯


৮ তলার সমান উঁচু ঢেউ!

৮ তলার সমান উঁচু ঢেউ!

দক্ষিণ মহাসাগরের ক্যাম্পবেল দ্বীপের কাছে একটি জায়গা থেকে ২৩.৮ মিটার (৭৮ ফুট) উঁচু এক ঢেউয়ের রেকর্ড করেছে নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান মেটওসান সলিউশন, যা প্রায় ৮ তলার সমান। গত মঙ্গলবার নিউজিল্যান্ড ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দ্বীপটিতে তীব্র ঝড় বয়ে যাওয়ার সময় এই ঢেউ রেকর্ড করা হয় ।

জ্যেষ্ঠ সমুদ্রবিজ্ঞানী টম ডুরান্ট বলেছেন, আমাদের জানা মতে, এ পর্যন্ত দক্ষিণ গোলার্ধে এটাই সবচেয়ে উঁচু ঢেউ। ঝড়ের সময় সম্ভবত ২৫ মিটারের বেশি উঁচু ঢেউ সৃষ্টি হয়েছিল। কিন্তু তা রেকর্ড করার মতো উপযুক্ত জায়গায় ছিল না। দক্ষিণ মহাসাগরকে বিশ্বজুড়ে ফুঁসে ওঠা তরঙ্গ ছড়িয়ে দেয়ার ইঞ্জিন বলা যায়।

Logo

সম্পাদকঃ আলমগীর মহিউদ্দিন,    
প্রকাশক : শামসুল হুদা, এফসিএ
১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫