সাভারে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
সাভারে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষণকারী পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আনুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার ওই শিশু শিক্ষার্থীর বাবা-মা অফিসে ছিলেন। সন্ধ্যায় মেয়ে শিশুটির বাবা ও মা বাড়িতে না থাকায় একই বাড়ির অন্য ভাড়াটিয়া শামীম শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শামীম পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অবস্থার অবনতি হয়। এরপর রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, শিশুটিকে আমরা রাতেই ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে রেফার করিয়েছি। তাকে সেখানে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার উিউটি অফিসার এসআই দীপংকর রায় জানান, এ ঘটনায় একটি মামলা রেকর্ড প্রক্রিয়াধীন।
